FAQ’s প্রয়োজনীয় তথ্য ও প্রশ্নাবলী
BDListings এক ধরনের C2C Website বা ক্রেতা টু ক্রেতা ওয়েবসাইট। এখানে যে কোন ক্রেতাই বিক্রেতা হিসেবে কাজ করার সুযোগ পায়। অর্থাৎ যিনি ক্রেতা তিনিই আবার বিক্রেতা।
এটা খুব সহজ কাজ, এখানে বিক্রয় করার জন্য রেজিষ্ট্রেশন করে লগইন করতে হবে এরপর নিজে নিজে সম্ভব না হলে ভিডিও দেখে পণ্য যোগ করতে পারবেন।
জি, BDListings এ আপনি যখন সেলার হিসেব পণ্য সংযুক্ত করবেন তখন প্রথম ৩টি বিজ্ঞাপন ফ্রি। এরপর আপনাকে যে কোন একটি প্যাকেজ ক্রয় করে বিজ্ঞাপন দিতে হবে।
সেলারগণ সরাসরি পণ্য বিক্রয় করবে ক্রেতাদের কাছে। ক্রেতারা সরাসরি ফোনে অথবা মেসেজ প্রদান করবে সেলারদের নিকট। সেলারগন ক্রেতাদের প্রয়োজনীয় পণ্য ডেলিভারী করবেন এবং টাকা বুঝে নিবেন। এই বিক্রয় কর্মকান্ডে BDListings কর্তৃপক্ষ কোনভাবে জড়িত হওয়ার সুযোগ নেই। BDListings এ কাজ শুধু সেলার ও ক্রেতার যোগাযোগ স্থাপন করা।
BDListings কাজ পণ্য বিজ্ঞাপন প্রদান করা, মার্কেটিং করা, ক্রেতার নিকট তথ্য পৌঁছে দেয়া। সেলারহাট ক্রেতাদের সাথে যোগাযোগ করার কোন সুযোগ নেই।
বিক্রয়ের দায়িত্ব সেলারের। কারন BDListings ক্রেতাদের সাথে যোগাযোগের মাধ্যম নেই। সেলারগন যত পণ্যই বিক্রয় করুক তা নিজ দায়িত্বে করবেন এবং সাবধানতার সাথে করবেন।
ক্রেতার বা কাস্টমারের দেয়া অর্ডার অনুযায়ী পণ্য পৌঁছানোর দায়িত্ব সেলারের। পণ্য হাতে পৌঁছানোর পূর্বে কোন ধরনের অর্থ বা টাকা অগ্রীম দাবী করা যাবে না। তবে ক্ষেত্র বিশেষে ক্রেতা ডেলিভারী চার্জ দিতে রাজি হলে তা সেলার গ্রহণ করতে পারবেন। যদি কোন ক্রেতার নিকট থেকে ডেলিভারী চার্জ অগ্রীম নিয়ে পণ্য পৌছাতে ব্যর্থ হয় সেক্ষেত্রে সেলার টাকা ফেরত দিতে বাধ্য থাকিবেন।
কোন ধরনের প্রতারনার সুযোগ নেই বিডিলিস্টিং এ। পণ্য ভেজাল বা প্রতারনা করলে সেলারকে এর দায়ভার নিতে হবে। বিডিলিস্টিং কর্তৃপক্ষ শুধুমাত্র অনিচ্ছাকৃত ভুলের (প্রমান সাপেক্ষে) জন্য সেলার একাউন্ট স্থগিত রহিত করবেন। অন্যথায় আইনগত ব্যবস্থা নিবেন।
ক্রেতার সাথে বিডিলিস্টিং এর কোন ধরনের সরাসরি সম্পৃক্ততা নেই। যার দরুন ক্রেতাকে যাচাই বাছাই করে নেয়ার দায়িত্ব বিক্রেতা বা সেলারের। ক্রেতার বিষয়ে কোন অভিযোগ গ্রহনের সুযোগ নেই কারন ক্রেতারা লইগন করে বিক্রয় অর্ডার দেয়ার সুযোগ নেই।