For a better experience please change your browser to CHROME, FIREFOX, OPERA or Internet Explorer.

Join BDListings team EARN commission

BDListings বিডিলিস্টিং ক্লাসিফাইড ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।
এখানে যে কেহ রেজিষ্ট্রেশন করে পণ্য বিক্রয় করার সুযোগ পাচ্ছেন, এটি খুবই সহজ একটি ই-কমার্স/অনলাইন সেলস প্লাটফর্ম।এখানে বিক্রেতা নিজের মতো করে ওয়েবসাইটে পণ্য আপলোড করবে, ক্রেতার সাথে মেসেজের মাধ্যমে বা মোবাইলে যোগাযোগ করে পণ্য ডেলিভারীর ব্যবস্থা করবে এবং বিক্রয়কার্য সম্পাদন করে মূল্য বুঝে নিবেন। ক্রেতা ও বিক্রেতার মাঝে সংযোগ স্থাপন বা যোগাযোগ করিয়ে দেয়াই বিডিলিস্টিং এর মূল কাজ।বিক্রেতাগণ প্রয়োজন অনুযায়ী প্যাকেজ হ্রয় করতে পারবেন।

বিডিলিস্টিং মার্কেটিং টীম
বিক্রেতাদের সহযোগিতা করার জন্য বিডিলিস্টিং মার্কেটিং টীম সার্বক্ষনিক কাজ করে যাবে, মার্কেটিং টীম যেসব বেসিক কাজ সম্পাদন করবেন তা হলোঃ
১) বিক্রেতাদের বিডিলিস্টিং প্লাটফর্ম বিষয়ে বিস্তারিত বুঝানো, রেজিষ্ট্রেশনে সহযোগিতা করা
২) বিক্রেতাদের লিস্টিং বা পণ্য আপলোডে সহযোগিতা করা
৩) বিক্রয়ে সহযোগিতা করা এবং কিভাবে ডেলিভারী সম্পন্ন করবেন এবং কিভাবে পণ্যের মূল্য গ্রহণ করবেন সেসব বিষয়ে সহযোগিতা করা।

মার্কেটিং টীমের কমিশন আয়
মার্কেটিং টীম কয়েক ধরনের আয়ের সুযোগ পাবেনঃ
ক) লিস্টিং প্যাকেজ বিক্রয়লব্ধ কমিশন (৩০-৫০%)
খ) স্বীয় পণ্য বিক্রয় বাবদ লভ্যাংশ
গ) কোম্পানীর সর্বমোট বিক্রয়ের উপর শেয়ার লভ্যাংশ (ত্রৈমাসিক)

প্রতিটি জেলায় ১ জন করে মার্কেটিং প্রতিনিধি নিয়োগ করা হবে, নূন্যতম এইচএসসি পাশ, কম্পিউটার চালনা ও অনলাইন শপ বিষয়ে ধারনা থাকতে হবে। এছাড়া বিডিলিস্টিং থেকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
এটি স্বাধীন পেশা মানে সময়ের কোন বাধ্যবাধকতা নেই এজন্য এটিকে পার্টটাইম কাজও বলা যেতে পারে।
এটি ভবিষ্যতমূখী একটি প্রকল্প কারন আগামীতে প্রতিটি প্রতিষ্ঠান ও ব্যক্তি ইন্টারনেট/অনলাইন ভিত্তিক ব্যবসা জড়িত হয়ে যাবে। তাই এখন থেকে বিডিলিস্টিং নিয়ে পরিকল্পনা করুন।
আগ্রহীগণ এই নাম্বারে বায়োডাটা পাঠাতে পারবেন 01789110048 (হোয়াটসঅ্যাপ)

Comments (35)


leave your comment

Your email address will not be published. Required fields are marked *

Top